বুধবার রংপুরে হরতাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির শীর্ষ পাঁচ নেতাসহ কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলায় সাজা ও গ্রেফতারের প্রতিবাদে বুধবার (২২ নভেম্বর) রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বিএনপির প্রচার ও প্রকাশনা শাখা থেকে পাঠানো মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায়ে রংপুরের সন্তান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলেরসহ সভাপতি তারেক হাসান সোহাগকে সাজা প্রদানসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার এবং বাসাবাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানির প্রতিবাদে এই হরতাল দেওয়া হয়।

বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের জন্য রংপুর জেলা ও মহানগরের জনসাধারণকে আহ্বান জানানো হয়।