নির্বাচনের নামে ইয়ার্কি করছে কমিশন: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী নয় বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের লক্ষ্য রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা।

তিনি বলেন, নির্বাচনের নামে ইয়ার্কি করছে কমিশন।

বিজ্ঞাপন

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এক সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার নির্বাচনের আগে মাঠ ফাঁকা করতে পুরনো মামলায় বিএনপির নেতাদের সাজা দেওয়ার হিড়িক শুরু করেছে। আজ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জন নেতাকে পুরনো মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার ক্ষমতা ধরে রাখার অংশ হিসেবে সাজা দেওয়ার পথ বেছে নিয়েছে। সরকারের কাছ থেকে নির্দেশনা যাচ্ছে, তা দেখে আদালত রাজনৈতিক মামলায় সাজা দিচ্ছে। ভয়ংকর শৃঙ্খলে আটকা পড়েছে গণতন্ত্রকামী মানুষ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৭টি মামলায় সারাদেশে গ্রেফতার হয়েছেন ৪৮০ জন নেতাকর্মী।