পল্টনের অস্ত্র ছিনতাই মামলায় দুদুকে রিমান্ডের আবেদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু

প্রধান বিচারপতির বাসভবনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় রমনা থানার মামলায় কারাগারে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে পল্টনে অস্ত্র ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামির আবেদনের উপর শুনানির পর আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এর আগে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পর শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে পুলিশ। এরপর ৬ নভেম্বর দুদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গত ২ নভেম্বর রাজধানীর পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন খিলগাঁও থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান মুন্সি। এ মামলার এজাহারভূক্ত আসামি দুদু।