ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনসহ বেশ কয়েকটি ভবনের ফটকে তালা দিয়ে ব্যানার লাগিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৯ নভেম্বর) সকালে এ তালাগুলো লক্ষ করেন সাধারণ শিক্ষার্থীরা। ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিচয় লেখা ছিল।

বিজ্ঞাপন

প্রশাসনিক ভবন ছাড়াও মধুর ক্যান্টিন এবং ডাকসু ভবনের ফটকে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে তালাগুলো লাগানো হয় বলে জানা যায়।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক জানান, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকবার বলেছি হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। কিন্তু তারা আমাদের কথা না শুনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে ক্লাস-পরীক্ষা চালু রেখেছে। তাই আমরা আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।