‘আ.লীগের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্যে: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্যে: ফোকাস বাংলা

‘আওয়ামী লীগের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। যখনই আমরা সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি।’

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ৩টায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় দলীয় প্রধান শেখ হাসিনা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা মানুষের মধ্যে একটি আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছি। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।

তিনি আরও বলেন, ২০১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারও জ্বালাও-পোড়াও শুরু করেছে। তারা যতই ষড়যন্ত্র করুক নির্বাচন বানচাল করতে পারবে না। দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই।