অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে ঝটিকে মিছিল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১২ নভেম্বর) সকালে সামাদ স্কুলের সামনে থেকে শহরের উত্তর তেমুহনী, দালালবাজার ও ভবানীগঞ্জ এলাকায় অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে স্বল্পসময়ের জন্য ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

বিজ্ঞাপন

তবে পুলিশ আতঙ্কে অবরোধকারীরা সড়কে দীর্ঘক্ষণ অবস্থান নেয়নি। এসময় তারা অবরোধের সমর্থনে ঝটিকা মিছিলও করে।

এ সময় সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি নেতাকর্মীরা।

এদিকে, সকাল থেকে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে, ছোট পরিবহন চলাচল করছে। এছাড়া জনজীবন স্বাভাবিক রয়েছে লক্ষ্মীপুরে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন।