শ্রমিকদের রাস্তায় নামিয়েছে দেশকে অস্থিতিশীল করতে: প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি-জামায়াত পোশাক শ্রমিকদের রাস্তায় নামিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারা যতই ষড়ষন্ত্র করুক তাদের আশা কখনও পূরণ হবে না। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, হরতাল-অবরোধের নামে তারা আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। নিরীহ মানুষদের পুড়িয়ে মারছে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সরকার প্রধান বলেন, এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে। কারণ একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন, বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বুঝে না।