অনলাইনে পাওয়া যাবে আ.লীগের মনোনয়ন: কাদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন অনলাইনেও পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ নভেম্বর) দুপুরে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আট বিভাগের মনোনয়ন পত্র সংগ্রহে এবার ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে। আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সেদিন তারা (বিএনপি) যে নাটকটি সাজিয়েছে, আপনারাই বলুন এই দল কি না করতে পারে। তারা সেদিন নাটক সাজিয়েছে, সেদিন সরকারের পতন হবে। সরকারের পতনের জন্য ভুয়া বাইডেনের দোস্ত এখানে আনছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি উল্লাপাড়া। ২৮ তারিখ সরকারের পতনের দিন সে সেখানে কি করে এলো? তাকে নিয়ে আসা হয়েছে। সারওয়ার্দীর মতন চতুর লোক, যে বারবার সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, রিটারমেন্টের পরে সেনাবাহিনীতে অপপ্রচার, গুজব যারা সৃষ্টি করে তাদের নায়ক হচ্ছে সারওয়ার। সে ব্যক্তিকে তারা নিয়ে আসছে।