পল্টনে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পল্টনে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

পল্টনে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের সমর্থনে মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

রোববার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকির মোড় থেকে পল্টন ঘুরে পানির ট্যাংকির মোড় এসে মিছিলটি শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলটির নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

নেতাকর্মীরা দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ; জেলের তালা ভাঙবো, রাজবন্দীদের আনবো; আমার ভাই জেলে কেন, শেখ হাসিনা জবাব দে; অবরোধ চলছে, চলবে সহ অবরোধ সমর্থনে নানা স্লোগান দেন তারা।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের শরিকরাও এই অবরোধ পালন করবে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এর আগে, গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি ও এর শরিকরা।