এবার অবরোধের ঘোষণা গণ অধিকার পরিষদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদ

সারাদেশে বিএনপি ও জামায়াতের দু’দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণার পরে এবার গণ অধিকার পরিষদও অবরোধের ডাক দিয়েছে। আগামীকাল রোববার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা, দেশের চলমান দুনীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থ পাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য অবরোধ কর্মসূচির ঘোষণা করছি।

বিজ্ঞপ্তিতে দলটি আরও জানায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ধারার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আগামীকাল রোববার (৫ নভেম্বর) ভোর ৬ টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।