গাজীপুরে যুবদল নেতাসহ গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি জামায়াতের ঘোষিত ৩ দিনের অবরোধে তৃতীয় দিনে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকেটিং করার সময় কুষ্টিয়া জেলা যুবদলের এক নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর থানার রাজাপুর গ্রামের মোঃ কুমেদ আলীর ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩৪), গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ধীরাশ্রম এলাকার মৃত- আব্দুল লতিফের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৩৭) এবং রংপুর সদর থানার মমিনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী। তারা সকলেই মহানগরীর বিভিন্ন এলাকায় নিজ ও ভাড়া বাসায় বসবাস করে।

র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান সকাল ১০ টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে কিছু উচ্ছৃঙ্খল জনতা সমাবেত হয়েছে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ করাসহ জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।