ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদল নেতা ও পৌর কাউন্সিলর গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার চেষ্টার অভিযোগ ও বিষ্ফোরক মামলায় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাউসার মিয়া (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। তিনি ওই এলাকার ভুলু মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘জেলা কৃষক দল নেতা কাউসারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি এসব মামলায় পলাতক ছিলেন। তিনি বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছিলেন। দুপুরে কান্দিপাড়া এলাকায় সরকার বিরোধী নাশকতার চেষ্টা চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।