বিএনপি-জামায়াতের অবরোধ, পাহারায় আওয়ামী লীগ
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে অবরোধ ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে তার জন্য থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবরোধে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। কোনো ধরনের নাশকতা করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দমন করা হবে বিএনপিকে।
জানা গেছে, বিএনপি-জামায়াত অবরোধ কর্মসূচির নামে যাতে কোনো নাশকতা করতে না পারে তার জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশের থানা, ওয়ার্ড, ইউনিটসহ পাড়া-মহল্লা, অলি-গলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭২ ঘণ্টা পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে দলটির সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ লাঠি নিয়ে পাহারা দেবে। রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টা অবস্থান নেবে দলীয় নেতাকর্মীরা।
দলটির দাবি, রাজধানীর কোথাও ২৮ অক্টোবরের মতো কোনো নাশকতা করতে দেওয়া হবে না। যেখানে সহিংসতা সেখানেই প্রতিরোধ। তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (৩০ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান।
সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা বিএনপির। এজন্য সারাদেশে তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা। এ অবরোধ কর্মসূচি সফল করতে বিভাগীয় শহর, জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, সময় ও পরিস্থিতি বুঝে ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে বিএনপি ও তার সমমনা দলগুলোর মধ্যে। অবশ্য বিএনপির সঙ্গে প্রকাশ্যে সমমনা দল না হয়েও তিন দিন দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।
এদিকে, বিএনপি-জামায়াতের দেওয়া তিন দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় রাতেই মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবির টহল রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সারাদেশে মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন কাজ করবে।
এই বিষয়ে বিজিবি সদরদফতরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী জানান, ঢাকা মহানগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যানবাহন চলাচল স্বভাবিক রাখার লক্ষ্যে আমাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
অবরোধের প্রথমদিন মঙ্গলবার রাজধানীতে স্বল্প পরিসরে চলাচল করছে যানবাহন। এদিকে গণপরিবহন কম থাকায় সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে যাতায়াত করছে কর্মজীবী মানুষ।
পথচারী ও রিকশা, সিএনজি চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের তেমন কোনো প্রভাব এখনো লক্ষ করা না গেলেও জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছে না। স্বাভাবিক দিনের থেকে মানুষজনের উপস্থিতিও কম দেখা গেছে।