হরতালের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশের ডাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হরতালের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশের ডাক

হরতালের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশের ডাক

বিএনপির ডাকা রোববারের হরতালের প্রতিবাদে সারাদেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াতের বাড়াবাড়ির জবাব দেওয়া হবে জানিয়ে বলেন, বিএনপি জামায়তকে বলছে ওদিকে বসো। কিছুক্ষণ লাফালাফি করে জামায়াত স্থান ত্যাগ করল। আমরা আছি, আমরা থাকবো। বঙ্গবন্ধুর সৈনিকেরা মাঠে ছিলো, মাঠেই থাকবে।

প্রধান বিচারপতির বাড়িতে হামলা কেন বিএনপিকে এর জবাব দিতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বাড়িতে কেন হামলা করেছে? এদের বিরদ্ধে খেলা হবে। পুলিশের গায়ে যারা হাত তুলেছে। একজন পুলিশ মৃত্যুবরণ করেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। ছাড় দেওয়া হবে না।

এর আগে, সরকার পতনের দাবিতে ডাকা মহাসমাবেশে বাধা দেওয়ায় রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টনে নেতাকর্মী-পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।