ওটিতে খালেদা জিয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সার্জারির জন্য ওটিতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, গত রাতে মার্কিন চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার জন্য যে মেডিক্যাল বোর্ড রয়েছে, তারা আজ তাদের সঙ্গে বৈঠক করেছেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর্যালোচনা করেছেন।

বিজ্ঞাপন

ওটিতে খালেদা জিয়ার পাশে আছেন- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন।

এছাড়াও দেশীয় চিকিৎসকদের মধ্যে আছেন- ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজ রাতে বেগম খালেদা জিয়ার অপারেশন হতে পারে। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারেনি সূত্রটি।

বেগম খালেদা জিয়ার অপারেশন আজ হবে কি-না, এ ব্যাপারে কোনোও মন্তব্য করতে রাজি হয়নি এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল কেউ।