খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের কর্মসূচি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের অবস্থান কর্মসূচি

দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী নারী আইনজীবীরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নারী আইনজীবীরা ওই অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট বারের আইনজীবী, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে ও সাবেক ট্রেজারার নাসরিন আক্তারের সঞ্চালনায় ওই কর্মসূচীতে শতাধিক নারী আইনজীবী হাতে কালো পতাকা নিয়ে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন- দেশে আর তার চিকিৎসা করা সম্ভব না। এরপরও বিদেশ না পাঠিয়ে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যদি কিছু হয়, দেশের মানুষ রাজপথে নেমে আসবে, সেজন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।