আ.লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে: শাহাদাত

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম চট্টগ্রাম 
  • |
  • Font increase
  • Font Decrease

আ.লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে: শাহাদাত

আ.লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে: শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এতো বেশি অহংকারী হয়ে উঠেছেন যে, দেশের মানুষের অবস্থা চিন্তা করছেন না। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে তিনি উদ্ধত্যপূর্ণ কথা বলছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও ভোটাধিকার চিরতরে বিলীন হয়ে যাবে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নগরীর লাভ লেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের সব রাজনৈতিক দলগুলো বলছে যে, আমরা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। তখন সেটা তিনি উড়িয়ে দিয়ে বলেন, সংবিধানের অধীনে নির্বাচন হবে। কিন্তু এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না। কারণ, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারবে না। মা-বোনেরা ভোট দিতে পারে না।’ 

এর আগে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজির দেউরী মোড় থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। 

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, সংসদ বিলুপ্ত করতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন নির্বাচন দিতে। সেখানেই এই রাজনৈতিক সমাধানে একমাত্র পথ।’

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি রেখে অসুস্থ অবস্থায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। একটি মাত্র কারণ যে, সরকার জানে, বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে আওয়ামীলীগের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে।’

চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক জহিরুল হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম শাহনুর সিদ্দিকী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান প্রমূখ।