মানুষ এখন আওয়ামী লীগকে চায় না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, বাংলাদেশের অর্ধেক হলো নারী। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার হলো নারী, বিরোধী দলের নেতাও নারী, বেগম খালেদা জিয়াও নারী। মতিয়া চৌধুরী যে আমার বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, সেও এখন আওয়ামী লীগ, সেও নারী।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, মানুষ এখন আওয়ামী লীগকে চায় না, বিএনপিকেও চায় না। সেজন্য একটু সাবধান হয়ে যান। আগের মতো কেউ আর সিল মারতে পারবেন না। সুষ্ঠু নির্বাচন দেন।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, জাতীয় নির্বাচনের আগে আমার বোনকে বলে দিতে চাই যে- যেভাবে আওয়ামী লীগ চলছে আপনার জন্য ভালো হবে না। আপনি ভালো হয়ে যান।

বিজ্ঞাপন

ঘাটাইল উপজেলা কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতিক হাবিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সদস্য শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।