জামায়াতের আজকের সমাবেশ স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্বে ঘোষিত আজকের শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জামায়াতে ইসলামী নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে আমাদের।

বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। সংঘাত-সংঘর্ষ নয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা। সংঘাতে এড়ানোর জন্য আজকের (১ আগস্ট) কর্মসূচি স্থগিত করা হলো।

বিজ্ঞাপন