আওয়ামী লীগের সমাবেশও পিছিয়ে শুক্রবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ক্ষমতাসীন আওয়ামী লীগও সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের 'নৈরাজ্যের প্রতিবাদে' শান্তি সমাবেশ করার কথা ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের। তবে, সমাবেশের স্থান সম্পর্কিত জটিলতায় দলটি সমাবেশের তারিখ পরিবর্তন করে শুক্রবার করেছে।

ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের সমাবেশ শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে করবে।

বিজ্ঞাপন

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করে ঘোষণা দেন, দলটির মহাসমাবেশ বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপি শুক্রবারের মহাসমাবেশ তাদের নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনেই করতে চায়।