১ আগস্ট ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছে জামায়াত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ)।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ডিএমপি কমিশনার বরাবর ই-মেইলে প্রেরণ করা হয়।

আবেদনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এর আগে, এক দশক পর গত ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে জামায়াত। তাদের এ সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল। সরকারের অনুমতি দেওয়া ও জামায়াতের সমাবেশ করার বিষয় নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। তবে পরে সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। এখন দলটি ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি নিল।