রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীন সফরে গেছেন।

সোমবার দুপুরে দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে চীনের কুনমিংয়ের উদ্দেশে রওনা হন তারা।

বিজ্ঞাপন

চীন সফরকারী বামপন্থী দলগুলোর এ প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি।

এছাড়া সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীন সফর করছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

বিজ্ঞাপন

বামপন্থী রাজনৈতিক নেতা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন।

তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

এ সফরের প্রাক্কালে রোব সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। আজ দুপুরে নেতাদেরকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।