কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সংবর্ধনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সংবর্ধনা

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে দলটির নতুন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২২ জুলাই) কিশোরগঞ্জ শহরের খরমপট্রি সমবায় কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তৃতারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সরকার খুবই দরকার।

কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজুর সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী গাজী এনায়েতুর রহমান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হরি প্রসাদ মিত্র, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু, গণতন্ত্রী পার্টি নারী নেত্রী আনোয়ারা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার,আওয়ামী লীগ নেতা রিপন রায় লিপু,কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন,কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান মাছুম বেগম,কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।