‘মির্জা ফখরুল পাকিস্তানকে অনুকরণ করে নির্বাচনের দাবি করছেন’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ‌্যমন্ত্রী ও বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানকে অনুকরণ করে নির্বাচনের দাবি করছেন। বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার প্রধান।’

শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগদানের পূ‌র্বে স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ টে‌নে মন্ত্রী বলেন, ‘ওইসব দেশে নির্বাচনকালীন সরকার হয় এভাবে। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবেনা।’

বিএন‌পির চলমান আ‌ন্দোলন ও সাংগঠ‌নিক অবস্থার সমা‌লোচনা ক‌রে মন্ত্রী ব‌লে‌ন, 'বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ। তারা গর্জন করতে পারে। তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।’

বিজ্ঞাপন

ইইউ প্রতি‌নি‌ধি দ‌লের বাংলা‌দেশ সফ‌রের বিষ‌য়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউ‌নিয়‌নের প্রতিনিধি দল এসেছে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক।’

পরে জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন মন্ত্রী। সভায় আওয়ামী ল‌ী‌গের সাংগঠ‌নিক সম্পাদক বাবু সু‌জিত রায় ন‌ন্দী, স্থানীয় সংসদ সদস্যগণ ছাড়াও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।