সিলেটে সমাবেশের অনুমতি মেলেনি জামায়াতের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাশকতার আশঙ্কায় সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। তাই দলটিকে আজ শনিবার (১৫ জুলাই) সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।

অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বিজ্ঞাপন

দীর্ঘ এক দশকের বেশি সময় পর গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াত। তারই ধারাবাহিকতায় সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে সিলেটে সমাবেশ করতে চেয়েছিল তারা।

সিলেট মহানগর জামায়াতের নেতারা বলছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতির পাশাপাশি এসএমপি সহযোগিতাও করবে। তারা সমাবেশের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা শুক্রবার জুমার নামাজের পর নগরের বিভিন্ন মসজিদের মুসল্লিদের মধ্যে ১০ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেছেন।

বিজ্ঞাপন

সমাবেশ সামনে রেখে বেশ কয়েক দিন ধরে সিলেটে তোড়জোড় চালাচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন শাখা-সংগঠনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করছেন। এমনকি মহানগর জামায়াত-শিবিরের সদস্যরা নগরের রেজিস্টারি মাঠ পরিদর্শনও করেছেন। এ সময় পুলিশ সাতজনকে আটক করে।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ২টায় রেজিস্টারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপি কমিশনার বরাবার আবেদন করে জামায়াতের সিলেট মহানগর শাখা।

অনুমতির বিষয়ে গতকাল সন্ধ্যায় এসএমপি কমিশনার ইলিয়াছ শরীফ বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, জামায়াতের সমাবেশ থেকে নাশকতা হবে। তাই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এটাই চূড়ান্ত। নির্দেশ অমান্য করে জামায়াত-শিবির মাঠে নামলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।