নয়া পল্টনে বিএনপি, বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আ. লীগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে দখলে রাখতে মরিয়া প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তারই অংশ হিসেবে একই দিন ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে দল দুটি।
বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টার সেই সমাবেশ থেকে সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এছাড়া যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদাভাবে একদফা আন্দোলনের ঘোষণা দেবে। এক দফা আন্দোলনে হরতাল, অবরোধ, অসহযোগ, ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে। তবে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যেতে চায় না। অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায়। পরিস্থিতি বাধ্য করলে কঠোর কর্মসূচিতে যাবে দলটি। এ জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি ঢাকা উত্তর মহানগর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, তাদের সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং তা সফল করতে তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বলেন, আমরা আশা করি, সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে আমাদের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। আমরা বিশ্বাস করি, ঢাকাবাসী তাদের দাবি নিয়ে রাজপথে নামবে।
বিএনপি’র স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিএনপি’র আজকের সমাবেশটি অতীতের যেকোনো সময়ের চেয়ে কিছুটা ভিন্ন। দাবি আদায়ের লক্ষ্যে আজ ঢাকায় বড় সমাবেশ। এই সমাবেশ থেকে আগামীদিনের নতুন কর্মসূচি ঘোষণা হবে।
একই দিন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সেখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করেছে। সেখানে থানা, ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। তাদের বুধবার সর্বোচ্চসংখ্যক নেতা-কর্মী উপস্থিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপি- জামায়াত যেন কোনো ভাবেই সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য সংঘবদ্ধ অবস্থান করবে দলের নেতাকর্মীরা। অতীতে তাদের সৃষ্ট অরাজকতার অভিজ্ঞতা থেকেই এ ধরনের সতর্ক অবস্থান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমরা সব ধরনের সহিংসতা থেকে দেশকে রক্ষা করতে দৃঢ় সংকল্পবদ্ধ।
শান্তি সমাবেশে কি ধরনের বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে সে প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজউদ্দিন রিয়াজ বলেন, সমাবেশে এক লাখ লোকের সমাগম করবো। রাজধানীতে রাজনৈতিক সহিংসতা করার জন্য বিএনপি নয়াপল্টনে সমাবেশ ডেকেছে। আর আমাদের সমাবেশ হচ্ছে শান্তির সমাবেশ। তবে এবারের শান্তি সমাবেশে আমরা রাত পর্যন্ত অবস্থান করবো। যাতে কোনো গাড়ি, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করতে না পারে।
বর্তমানে ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক তথ্যানুসন্ধানী মিশন। এছাড়া ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি প্রতিনিধিদল। তাই কিছুটা আগেই সরকারপতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই এক দফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছাতে চায় যে, তারা এই সরকারপতন আন্দোলনের চূড়ান্ত ধাপে নেমেছে। আর আওয়ামী লীগও যাচ্ছে শক্তি দেখাতে, যে তাদের জনসমর্থন আছে।