গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে বাদ দিয়ে এক নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) রাতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার দলের জরুরি সভায় রেজা কিবরিয়ার পরিবর্তে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। রেজা কিবরিয়ার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সদস্য সচিব হিসেবে নুরুল হক নুর থাকছেন।

এদিকে এই সিদ্ধান্ত গ্রহণের আগেই বৈঠক চলাকালে সোমবার রাত সোয়া নয়টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন।

এর আগে রোববার রাতে বৈঠকের পর রেজা কিবরিয়া গণমাধ্যমে নুরের বিরুদ্ধে বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত এক বছরের বেশি সময় ধরে নুরুল হক নুরের সঙ্গে রেজা কিবরিয়ার বিরোধ চলছিল। গণমাধ্যমে কে হবেন দলের মূল চালিকা শক্তি এরকম আলোচনার মধ্যেই নানাবিধ প্রসঙ্গ তাদের বিরোধ আরও তুঙ্গে নিয়ে যায়।

২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আইএমএফের সাবেক কর্মকর্তা রেজা কিবরিয়া।