যড়যন্ত্রের দিন শেষ: ইনু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

জাসদের সভাপতি হাসানুল হক ইনু

জাসদের সভাপতি হাসানুল হক ইনু

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সামরিক সরকার আর এ দেশে হবে না। ভোটের সময় ভোট ঠিকই হবে। তিনি বলেন, ২০২৩ সালে জাতীয় নির্বাচন বিএনপি আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। জামায়াত-বিএনপি যতই যড়যন্ত্র করুক যড়যন্ত্রের দিন শেষ।

শনিবার (১০ জুন) বিকালে ময়মনসিংহে ফুলবাড়ীয়া কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাসানুল হক ইনু বলেন, দুর্নীতিবাজ, দলবাজমুক্ত ফুলবাড়িয়া চাই। তেল, নুন, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্য, বাজারে গেলেই কষ্ট হয়, সকালে একদাম, বিকেলে আরেক দাম এভাবে ব্যবসা হয় না। এটাকে লুটপাট বলে? আগামী ছয় মাসে রাজনীতির চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন করা, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা, ইউরোপ কথা বলছে, নির্বাচন যথাসময়ে না হলে, সংবিধান থাকবে না।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি সাইদুর রহমান বিএসসি, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট অভিনেতা নাদের চৌধুরী, প্রধান বক্তা মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জাসদের সভাপতি এড. গিয়াস উদ্দিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. সাদিক হোসেনসহ প্রমুখ।