খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সোমবার (৮ মে) রাত সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি সেখান থেকে বের হন বলে বাসার নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মান্না। সেইসঙ্গে চূড়ান্ত আন্দোলনের বিষয়েও আলাপ হয়েছে। তা ছাড়া বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন খালেদা জিয়া।
গণতন্ত্র মঞ্চ শুরু থেকেই বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত রয়েছে। ঈদের পরে আন্দোলন আরও বেগবান করতে শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি ও যুগপতের মিত্ররা। এরই মধ্যে গত শনিবার গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে গণধিকার পরিষদ। আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে সন্দেহ মঞ্চের। এমন প্রেক্ষাপটে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।