পাঁচ সিটিতে নৌকার মাঝি কারা, জানা যাবে আজ
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ শনিবার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় নির্ধারণ করা হবে গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারা হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে এই সভা।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
জানা গেছে, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুরে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৭ জন।
আগ্রহী প্রার্থীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে সিলেট। ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদের জন্য। বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৭ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেকসহ ৪ জন মনোনয়ন ফরম কিনেছেন।
রাজশাহীতে আগ্রহী প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামানসহ তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গাজীপুর সিটিতে মনোনয়নপ্রত্যাশীরা হলেন-
১. মতিউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
২. মো. কামরুল আহসান সরকার, আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবলীগ।
৩. মো. মেজবাহ উদ্দিন সরকার, সদস্য, ২৬ নম্বর ওয়ার্ড, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
৪. মো. সাইফুল, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবলীগ।
৫. কাজী ইলিয়াস আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
৬. আবদুল্লাহ আল মামুন, সাবেক সদস্য, বন ও পরিবেশবিষয়ক উপকমিটি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
৭. আসাদুর রহমান, সাবেক সহসভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
৮. মো. আবদুল আলীম মোল্লা, সাবেক সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
৯. মো. আশরাফুজ্জামান, সাবেক সদস্য, শিল্প ও বাণিজ্য উপকমিটি আওয়ামী লীগ।
১০. মো. আজমত উল্লা খান, সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
১১. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
১২. রিয়াজ মাহমুদ, সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
১৩. মো. আজহারুল ইসলাম, সাবেক উপদপ্তর সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
১৪. এস এম আশরাফুল আলম, সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
১৫. মো. আবদুল কাদের, সাবেক সভাপতি, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
১৬. মো. হারুন অর রশিদ, প্রাথমিক সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
১৭. মো. রুহুল আমীন মণ্ডল, সদস্য, আওয়ামী যুবলীগ।
সিলেট সিটিতে মনোনয়ন ফরম কিনেছেন যারা
১. মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ।
২. আরমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ।
৩. মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ।
৪. আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগ।
৫. মো. আজাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ।
৬. এ টি এম এ হাসান জেবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ।
৭. মো. মাহি উদ্দিন আহমদ, সদস্য ৭ নম্বর ওয়ার্ড মহানগর আওয়ামী লীগ।
৮. আবদুল খালিক, সহসভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগ।
৯. মো. মিজবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ।
১০. ছালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ।
বরিশালে মনোনয়ন চান যারা
১. মাহমুদুল হক খান, যুগ্ম আহবায়ক, বরিশাল যুবলীগ।
২. আবুল খায়ের আবদুল্লাহ, সদস্য, আওয়ামী যুবলীগ।
৩. মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি, বরিশাল মহানগর ছাত্রলীগ।
৪. মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
৫. সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বর্তমান মেয়র, সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর আওয়ামী লীগ।
৬. মো. মঈন তুষার, সাবেক যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ।
৭. মীর আমিন উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর আওয়ামী লীগ।
খুলনা সিটিতে মনোনয়নপ্রত্যাশীরা
১. তালুকদার আবদুল খালেক, বর্তমান মেয়র, সভাপতি, খুলনা মহানগর আওয়ামী লীগ।
২. রুনু রেমা, সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগ।
৩. মো. আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগ।
৪. মো. সাইফুল ইসলাম, সভাপতি, খুলনা সদর থানা আওয়ামী লীগ।
রাজশাহী সিটিতে মনোনয়নপ্রত্যাশীরা
১. এ এইচ এম খায়রুজ্জামান, বর্তমান মেয়র, সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
২. মো. মাহফুজুল আলম, সহসভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
৩. মো. ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
গত ৯ এপ্রিল থেকে বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এসব আসনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করতে আজ শনিবার মনোনয়ন বোর্ডের সভা বসছে।