আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না, কারও সম্মান নাই। যারা যখন ক্ষমতায় তারা তখন ভাবে আমিই দেশের মালিক। আর বাকি সব চাকর-বাকর। সরকারি কর্মচারীরা নিজেরা ভাবে তারা যেনো মনিব, সাধারণ মানুষ যেনো চাকর। অথচ সকল সরকারি কর্মচারী সাধারণ মানুষের চাকর এটা তারা বুঝতে চাই না।

সোমবার (৬ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা মাঠে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাসাইলের মানুষদের বলছি আপনারা দয়া করে আমার গামছাকে ধরেন আপনাদের সম্মান হবে, মর্যাদা হবে, নিরাপত্তা হবে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমার এই গামছা ধরলে কারও কোনো ক্ষতি হবে না। লাঙ্গল ধরলে লাঙ্গল দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না, নৌকা দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না। ধানের শীষ নিয়ে যদি গা পরিষ্কার করেন তাহলে তো শেষ, ডাক্তার খানায় যেতে হবে। আমার এই গামছা দিয়ে যা খুশি তাই করা যাবে।

বিজ্ঞাপন

কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হামিদ খান মানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.টি.এম সালেক হিটলু,বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান সহ প্রমুখ।