আন্দোলনে ভয় পেয়ে পাহারা বসাচ্ছে আ. লীগ: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির চলমান আন্দোলনে ভয় পেয়ে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাহারা বসাচ্ছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাহারা দিয়েও আন্দোলন ঠেকাতে পারবেন না।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গত ১৪ বছরে আওয়ামী লীগ দেশকে ফতুর করে দিয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে কখনোই যাবে না, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সংবিধান দিয়ে সংকটের সমাধান হবে না। সংকট সমাধানে সংবিধান সংশোধন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।

তিনি বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপিকে আটকে রাখতে পারছে না বলেই বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার।

ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে গণলুট চলছে। আওয়ামী লীগ বর্গির দল। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্রের সংগ্রামে জয়ী হবোই। আর সময় নেই, এখনই জেগে উঠতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায়। কোথাও শান্তি নেই। সাধারণ মানুষ গরিব হচ্ছে, আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে উঠছেন। এমন উন্নয়ন দেশে যে মানুষ এখন গ্যাস, বিদ্যুৎ পায় না।