ঢাকায় বিএনপির গণমিছিল শুক্রবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টন থেকে বিএনপি গণমিছিল বের করবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের দলের নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হবে এবং দুপুর ২টায় মিছিল বের করবে। গণমিছিলটি হবে শান্তিপূর্ণ।

মিছিলটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মগবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হবে বলে জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ, ফকিরারপুল পানির ট্যাংক এলাকা থেকে ১২ দলীয় জোট, পুরানা পল্টন ক্রসিং থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিং থেকে এলডিপি এবং বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে জামায়াতে ইসলামী গণমিছিলে যোগ দেবে।