‘২০১৮'র নির্বাচনে বিএনপির স্বপ্ন ধূলিসাৎ হয়েছে ড. কামালের কারণে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির জনপ্রিয়তা থাকা স্বত্ত্বেও ড. কামালকে ইমাম বানিয়ে ২০১৮ সালের নির্বাচনে সব আশা-আকাঙ্খা ধুলিস্মাৎ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৩ আগস্ট) অনিবন্ধিত দল গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ শেষে এ মন্তব্য করেন তিনি। সংলাপ শেষে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলন করার বিষয়ে একমত হওয়ার কথা জানান নেতারা।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, বিএনপির এতো জনপ্রিয়তা থাকা স্বত্ত্বেও ড. কামালকে ইমাম বানিয়েছিলাম, কিন্তু তিনি নির্বাচনে অংশ নিবেন না বলে ঘোষণার পর সেই দিনই সব আশা-আকাঙ্খা ধুলিস্মাৎ হয়ে যায় বিএনপির। সরকার প্রতারণা করে ৬টি আসন ধরিয়ে দিয়ে জনগণের আশা-আকাঙ্খা হরণ করতে স্বার্থক হয়েছিল।

বিএনপির চলমান সংলাপ নিয়ে তিনি বলেন, সরকারবিরোধী অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। তাদের মতামত নিয়ে এটা সমৃদ্ধ করতে চাই। সে জন্য এখনও সেই রূপরেখা জনগণের সামনে আসেনি।