বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩০ জুলাই) সকালে বগুড়া শহরের বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী বগুড়া পুর্ব শাখার নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-বগুড়া মহাসড়কে সমাবেশের আয়োজন করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে সমাবেশ পণ্ড হয় এবং নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়।

বিজ্ঞাপন

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি করেছে। বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। যার ফলে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। সকল খাতে সরকারের নেতা কর্মীদের দুর্নীতির ফলে দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।