রওশন এরশাদ ২৭ জুন দেশে ফিরছেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন এরশাদ ২৭ জুন দেশে ফিরছেন

রওশন এরশাদ ২৭ জুন দেশে ফিরছেন

বাজেট অধিবেশনে যোগ দিতে ২৭ জুন দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বাজেট অধিবেশন শেষে ৪ জুলাই ফের ব্যাংককে যাওয়ার কথা রয়েছে তার।

বিরোধীদলীয় নেতার সহকারি একান্ত সচিব মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন আগামী ২৭ জুন এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় ১২ টা ১০ মিনিটে দেশে ফিরবেন। তার সঙ্গে দেশে ফিরবেন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধু মাহিমা এরশাদ। অধিবেশন শেষে ৪ জুলাই নিয়মিত চেকআপের জন্য ব্যাংকক যাবেন।

রওশন এরশাদ নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে অবস্থার উন্নতি না হলে গত নভেম্বর মাসের ৫ তারিখে চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।