ইসি আস্থা অর্জন করতে পারেনি: ববি হাজ্জাজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সাথে বলছেন গণঐক্যের সভাপতি ববি হাজ্জাজ/ ছবি: সৈয়দ মেহেদী

সাংবাদিকদের সাথে বলছেন গণঐক্যের সভাপতি ববি হাজ্জাজ/ ছবি: সৈয়দ মেহেদী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখনো পর্যন্ত গণঐক্যসহ অন্য রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে সক্ষম হয়নি বলে মন্তব্য করেছেন গণঐক্যের সভাপতি ববি হাজ্জাজ।

বুধবার বিকালে (২৮ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘গণঐক্য একটি রাজনৈতিক জোট। এই জোট মুসলিম লিগ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সমন্বয় গঠিত। আমাদের প্রতীক হারিকেন। সারা দেশে ১০০ আসনে মনোনয়ন দিয়েছি। ঢাকায় পাঁচটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে গণঐক্যের পক্ষ থেকে।’ 

তিনি বলেন, ‘অবশ্যই নির্বাচনে যাচ্ছি। কিন্তু নির্বাচন কেমন হবে সেটা নিয়ে পরিষ্কারভাবে কিছু বলতে পারছি না। নির্বাচন কমিশন এ পর্যন্ত আমাদের আস্থা অর্জন করতে সক্ষম হননি। এর অনেকগুলো কারণ আছে। যেমন- ইভিএম ব্যবহার করা হচ্ছে।‘

‘কিন্তু এই প্রযুক্তি সম্পর্কে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা কতোটুকু থাকবে এটা সম্পর্কে পরিষ্কার না। অপর দিকে অন্য দলগুলো বিশেষ করে সরকারি দলের প্রচার-প্রচারণা এখনো থামেনি। যেই দিকেই পোস্টার দেখি, সেটি তাদের। কোনোভাবেই নির্বাচন কমিশন আমাদের এমন জায়গায় আনতে পারেনি যে, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন দেখতে পাবো।’

বিজ্ঞাপন