প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণকে বিভ্রান্তি করা ছাড়া কিছুই না: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

শক্তিশালী বিরোধী না থাকায় প্রধানমন্ত্রী যে আক্ষেপ করেছেন তা মুল বিষয় এড়িয়ে যাওয়ার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

‘শক্তিশালী বিরোধী দল আমরা পাচ্ছি না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মুল বিষয়গুলো এড়িয়ে এইসব কথা বলে জনগণকে বিভ্রান্তি করা ছাড়া আর কিছুই না। শক্তিশালী বিরোধী দল আছে বলেই এখনো আমরা কথাগুলো বলছি। পার্লামেন্টে বিরোধী দল নাই তাদের কারচুপির কারণে।

তিনি বলেন, তারা (সরকার) এদেশে গণতন্ত্রের কোনো পরিসরই রাখেনি। গণতান্ত্রিক পরিসর না থাকলে, একটা ফ্যাসিবাদি রাষ্ট্রের মধ্যে উনি (প্রধানমন্ত্রী) কোন ধরণের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন সেটা আমরা ঠিক বুঝি না। উনি যেটা দেখতে চাচ্ছেন, অতি অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।