জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি অব্যাহত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি অব্যাহত, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি অব্যাহত, ছবি: বার্তা২৪.কম

দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির দলীয় মনোনয়ন বিক্রি চলছে। সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টায় প্রথম ফরম সংগ্রহ করেন কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস।

রোববার (১১ নভেম্বর) মনোনয়ন বিক্রির প্রথম দিন ৫৫৩টি দলীয় ফরম বিক্রি হয় বলে জাপা অফিস সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

দলীয় মনোনয়ন কেনা যাবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। বুধবার (১৪ নভেম্বর) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে।

মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে জাপার বনানী অফিস নেতাকর্মীদের পদভারে মুখরিত। অনেক প্রার্থী আসছেন শোভাযাত্রা নিয়ে। কেউ আবার আসছেন ঢোল-ঢাক নিয়ে।

রোববার দলীয় মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন এরশাদ। ওই সময়ে হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো- চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ সিনিয়র নেতারা দলীয় মনোনয়ন গ্রহণ করেন।