রাজশাহীতে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন

  • মো. শিহাবুল ইসলাম, রাজশাহী থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় আসছেন নেতাকর্মীরা/ ছবি: বার্তা২৪.কম

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় আসছেন নেতাকর্মীরা/ ছবি: বার্তা২৪.কম

জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভাস্থল রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রবেশ করতে পারেননি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এজন্য সভা উপলক্ষে আসা নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

সরেজমিনে শহরে ঘুরে দেখা যায়, রাজশহীর বাইরের আশেপাশের জেলা, উপজেলা ও থানা পর্যায় থেকে আসা বিএনপি ও ফ্রন্টের নেতা-কর্মীরা মাঠের আশেপাশে পদ্মা নদীর পাড়, ভদ্রা পার্ক, চিরিয়াখানা, স্টেশন রোড, ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

বিএনপি সুত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে জনসভা শুরু হবে। মঞ্চও প্রস্তুত করা হয়ে গেছে। স্থানীয় নেতারা প্রত্যাশা করছেন ব্যাপক জনসমাগম হবে। তবে মহানগর বিএনপির নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেছেন, ‘সরকার অঘোষিতভাবে ধর্মঘট ডেকে সকল গাড়ি বন্ধ করে দিয়েছে। এজন্য রাজশাহীর বাইরে থেকে নেতা কর্মীদের আসতে সমস্যা হচ্ছে।’

তিনি বলেন, ‘তারপরও ট্রেন ও সিএনজি, মাইক্রোবাসের মাধ্যমে নেতাকর্মীরা জনসভায় আসছেন। সভা যে কোনোভাবে সফল করবই।’

এদিকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গন এলাকায় দেখা যায়, প্রধান ফটকে পুলিশের সতর্ক অবস্থান। ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না। তবে মাঠের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেতাকর্মীরা।

পদ্মার পাড়ে অবস্থান করা ঈশ্বরদী থানা বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান বার্তা২৪কে বলেন, ‘সকাল ৮টার দিকে রওনা হয়ে, সকাল দশটায় এসে পৌঁছেছি। পরে মাঠে গিয়েছিলাম, কিন্তু ওখানে জেএসসি পরীক্ষা হচ্ছে তাই পুলিশ আমাদের মাঠে প্রবেশ করতে দেয়নি, বলেছেন সাড়ে ১২টার পর যাওয়ার জন্য।’

পাবনা থেকে আসা সাবেক সাংসদ ও বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরকার বলেন, ‘গাড়ি বন্ধ, আমরা মাইক্রোবাস আর ট্রেন এর মাধ্যমে আসছি। ৩০টি গাড়ি নিয়ে আমাদের থানা থেকে এসেছি। যদি গাড়ি চলতো, তাহলে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ পাবনা জেলা থেকে আসতে পারতেন। রাস্তায় আসার সময় পুলিশ কাউকে আটক করেনি তবে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।’