এবার প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের ১১ জন নেতা। 

মঙ্গলবার (৬ নভেম্বর) ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীলীগের পক্ষে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ঐক্যফ্রন্টের  পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে  ড. কামাল হোসেনের।

মাহমুদুর রহমান মান্না বলেন, ১১ সদস্যের প্রতিনিধি যাবেন গণভবনে। মুল দাবি সাত দফার ভিত্তিতেই আলোচনা হবে। তবে কয়েকটি বিষয়ে ফোকাস করা হবে। সংবিধানেরর ভেতরে থেকেই নির্বাচনের ফর্মুলা রয়েছে। সেই বিষয় তুলে ধরা হবে। আলোচনা সন্তোষজনক না হলে আরো পথ খোলা আছে।

সংলাপে যারা থাকছেন,

ড. কামাল হোসেন, মির্জা ফখরুল, খন্দকার মোশরারফ, ব্যারিস্টার মওদুদ, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মুনসুর , আ স ম আব্দুর রর।