যুক্তফ্রন্টের দাবিগুলো যৌক্তিক বলেছেন প্রধানমন্ত্রী: বি চৌধুরী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্ট

সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তফ্রন্টের দাবিগুলোকে যৌক্তিক বলে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট  অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

শুক্রবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজ বাসভবনে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বি. চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের সব দাবিই যৌক্তিক। এবং আপনাদের উপস্থাপনও সুন্দর। অন্য মন্ত্রীরাও একই কথা বলেছেন।’

ত‌বে নির্বাচনকালীন নির‌পেক্ষ সরকার নি‌য়ে একমত হন নি শেখ হা‌সিনা । ক্ষমতা সী‌মিত করবে এটা ব‌লে‌ছেন। সেনাবা‌হিনী মোতা‌য়েন নি‌য়েও রা‌জি হন‌নি প্রধানমন্ত্রী বলে জানান বিকল্প ধারার এ নেতা।  

‌তি‌নি ব‌লেন, রাজ‌নৈ‌তিক কার‌ণে ব‌ন্দি‌দের মু‌ক্তি দি‌তে হ‌বে- এটাতেও প্রধানমন্ত্রী রা‌জি হ‌য়ে‌ছেন।

আরও পড়ুন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট

আর সংলাপ আন্ত‌রিক হ‌য়ে‌ছে। সরকার কথা রাখ‌লে নিরে‌পেক্ষ নির্বাচন সম্ভব ম‌নে ক‌রেন বি চৌধুরী। তবে এ কথায় না কাজেও দেখার বিষয়  বলেও মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রপতি।

‌বি চৌধুরী ব‌লেন, নির্বাচনে লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড নিশ্চিত কর‌তে হবে। ‌নির্বাচ‌নের সা‌থে প‌রোক্ষ বা প্রত্যক্ষভা‌বে সরকা‌রি কর্মকর্তা‌দের নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে ন্যস্ত করতে হ‌বে। এটা তফ‌সিল ঘোষণার পর থে‌কে।  আর নির্বাচন ক‌মিশন‌কে উপল‌ব্ধি করতে হ‌বে তা‌দের শ‌ক্তি।

য‌দি নির্বাচন ক‌মিশন সাহসী ভা‌বে এ‌গিয়ে যায় তাহ‌লে ‌নির্বাচন নির‌পেক্ষ হ‌বে শে‌ষে ব‌লেন বি চৌধুরী।

আরও পড়ুন, সংলাপে নির্বাচনকালীন সরকারের দাবি যুক্তফ্রন্টের

গণভবনে আ’লীগ-বিকল্পধারা সংলাপ শুরু