জাতীয় ঐক্যফ্রন্টকে ‘তথাকথিত জোট’ বললেন এরশাদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রধানমন্ত্রীকে পাঠানো তার চিঠি।

হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রধানমন্ত্রীকে পাঠানো তার চিঠি।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের হাত থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি-১ চিঠিটি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

চিঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টকে’ তথাকথিত জোট বলে মন্তব্য করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘আপনি তথাকথিত জাতীয় ঐক্যজোটের সাথে আলোচনায় বসছেন; এটা অবশ্যই দেশে ও আন্তর্জাতিকভাবে সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আপনার এই আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি, আপনি আমার নেতৃত্বাধীন জোটের নেতাদের সাথেও সংলাপে বসে নির্বাচনের অনুকূল পরিবেশকে আরো উজ্জ্বল করে তুলবেন।’

চিঠিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, ‘আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। সফলভাবে একনাগারে ১০টি বছর দেশ পরিচালনার জন্য প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করবেন। বাংলাদেশের ইতিহাসে দেশি পরিচালনায় আপনি শুধু একটি রেকর্ডই সৃষ্টি করেননি-বরং উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি, আগামী দিনে আপনার সৃষ্টি করা ইতিহাসকে আরো সমৃদ্ধ করবেন।’

সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমি বিভিন্ন সভা-সমাবেশ ও বিবৃতির মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণের কথা বলে আসছি। আমি সর্বোত্তভাবে আপনাকে সহযোগিতা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই। কিভাবে আমরা নির্বাচন করবো-সে বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত গৃহিত হবে বলে আমি বিশ্বাস করি।

‘মাননীয় নেত্রী-আপনি জানেন যে, আমার নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছে। আমার জোটের নাম-সম্মিলিত জাতীয় জোট। আমার এই জোট নির্বাচন প্রশ্নে আপনার নীতির সাথে সম্পূর্ণ একমত। তথাপীয় আমরা মনে করছি যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে আপনার সাথে আমাদের সরাসরি সংলাপ হওয়া প্রয়োজন।আমি একান্তভাবে আশা করছি যে, যতো দ্রুত সম্ভব সময়ের মধ্যে আপনার সাথে বৈঠকে মিলিত হওয়ার জন্য তারিখ , সময় ও স্থান নির্ধারণ করে আমাদের অবহিত করবেন।’