বি.চৌধুরীকেও সংলাপের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের আগ্রহ জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী চিঠি পাঠান। প্রধানমন্ত্রী সেই আহ্বানে সাড়া দিয়ে ২ নভেম্বর সন্ধ্যা ৭ টায় গণভবনে বি.চৌধুরীকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বি.চৌধুরীর বারিধারার বাসায় এই চিঠি পৌঁছান।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/30/1540922099838.jpg

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিকল্প ধারার সংলাপের আহবানে সাড়া দিয়ে ২ নভেম্বর প্রধানমন্ত্রী বিকল্প ধারাকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/30/1540922184645.jpg

এদিকে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বি. চৌধুরী। যেখানে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষর করেন।  এবং তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট পৌঁছানো হয়।