মহাসমাবেশে গান গাইলেন রওশন এরশাদ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে রওশন এরশাদ/ছবি: সৈয়দ মেহেদী হাসান

সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে রওশন এরশাদ/ছবি: সৈয়দ মেহেদী হাসান

সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে দলের গান গাইলেন রওশন এরশাদ। তার গানে কণ্ঠ মেলান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেও। ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাব, প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম।’ পরে তিনি বলেন, 'এবার আমরা ক্ষমতায় যাবই যাব, ইনশাআল্লাহ।'

শনিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে এরশাদের বক্তৃতার ঠিক আগে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ গান ধরেন। এসময় উপস্থিত জনতাও সমস্বরে জাতীয় পার্টির গানটি গাইতে শুরু করেন। মঞ্চের প্রায় সবাই ঠোঁট মেলান।

বিজ্ঞাপন

দেশের প্রত্যেকটি লোকের কাছে জাতীয় পার্টির কথা বলার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন,'তাদের মনে আবারও সেই কথা জাগ্রত হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে লাঙল আছে।'

এ সময় 'রংপুরের ‘লাঙলে ভোট না দিয়া করছি আমি মস্ত ভুল' গানটি শোনান জাপার কো-চেয়ারম্যান। তিনি বলেন, 'আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টির গান আমাদের আবারও গাইতে হবে।'

পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন রওশন এরশাদ।