সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে নেতা-কর্মীদের ঢল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে ছুটে এসেছেন লাখো মানুষ। সব স্রোত এসে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে।

শনিবার (২০ অক্টোবর) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টিসহ জোটের বিভিন্ন দলের নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/20/1540011863257.jpg

কেউ পায়ে হেঁটে, কেউ গাড়ি বহরে আবার বাইক শো করেও সমাবেশে এসেছেন অনেকে। এতে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান । মাঠে অবস্থান নিয়েছে তৃনমূল নেতারা।

জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন।

এদিকে সকাল ১০ টায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সমাবেশের মঞ্চে উপস্থিত হন। হাজারও নেতাকর্মী তাকে বরণ করে নেন।

সমাবেশ মঞ্চে চলছে  কিরণ চন্দ্র রায়সহ দেশবরেণ্য শিল্পীর গান পরিবেশনা।