ঢাকা-৫ আসনের উপনির্বাচন মনিটরিংয়ে জাপার সেল গঠন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন মনিটরিং করতে সেল গঠন করেছে জাতীয় পার্টি। এতে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলনকে সদস্য সচিব করা হয়েছে।

মনিটরিং সেলের অন্যান্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, অ্যাড. সাহিদা রহমান রিংকু, ফকরুল আহসান শাহজাদা, শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়া, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন মুন্সী ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. ইব্রাহীম খাঁন জুয়েল।

বিজ্ঞাপন