বিশেষায়িত হাসপাতালে খালেদার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশেষায়িত হাসপাতালে খালেদার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট, ছবি: সংগৃহীত

বিশেষায়িত হাসপাতালে খালেদার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট, ছবি: সংগৃহীত

বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার আইনজীবীরা।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞাপন

‘চিকিৎসার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটে বিশেষায়িত যেকোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশ এবং এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।’

এছাড়াও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দেওয়ার পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ বোর্ড গঠন এবং এখন পর্যন্ত তার চিকিৎসা সেবা সংক্রান্ত যাবতীয় নথিপত্র দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে ওই রিটে।

জানা গেছে, ‘খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসাসেবা না দেওয়া সংবিধানের ৩২ ও ৩৫(৫) এর পরিপন্থী’ এমন যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।

এদিকে কারাগারে আদালত বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর আগে রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আদালত বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। নির্দেশনা পাওয়ামাত্রই রিট দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা।