২৪ ঘণ্টার মধ্যে খালেদাকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার আহ্বান
রাজনীতি বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে খালেদাকে যেকোন বিশেষায়িত হাসপাতালে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
শুক্রবার ( ৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে বের হয়ে সরকারের প্রতি এ আহ্বান জানান আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলী ও আব্দুর রাজ্জাক খান।
কারাগারের সামনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জয়নাল আবেদীন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার বাম পা বাম হাত অবশ হয়ে গেছে। এমনকি তার চোখেও সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতাল বা রাজধানীর যেকোন বিশেষায়িত হাসপাতালে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার অবস্থা অতি সংকটাপন্ন। আগে চিকিৎসা তারপর বিচার। কোন ধরনের রাজনীতি না করে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করুন।