খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলার পরবর্তী শুনানি ১৮ অক্টোবর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপর আসামিদের বিরুদ্ধে দাখিল করা গ‍্যাটকো দুর্নীতি মামলায় ১৮  অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের প‍্যারেড গ্রাউন্ডে বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার শুনানি শেষে এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

এসময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করলে আদালত তা নাকচ করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে চার দলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী ও উপমন্ত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগ পত্র দাখিল করেন।